Thursday, January 31, 2019

Bhitar kanika

    সম্প্রতি ভিতর কণিকা ভ্রমনের কিছু মুহুর্ত


   
  
          
      




                                             photo & vid-sajal

Sunday, January 27, 2019

West Bengal tourism festival ASANSOL




       সম্প্রতি ,পশ্চিমবাংলা সরকারের ট্যুরিজম বিভাগ
       কর্তৃক আয়োজিত ট্যুরিজম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
       হ’ল আসানসোলে গত ২৪,২৫ এবং ২৬ শে জানু-
       য়ারী , স্থানীয় HLG ময়দানে ।
     
       চলুন শুভেচ্ছা ভ্রমনের স্টলে :

 

   




g

                                       







মাননীয় মন্ত্রী শ্রী মলয় ঘটক
মহাশয়ের উপস্থিতি আলাদা
এক মাত্রায় উত্তীর্ণ করল এই
উৎসব অনুষ্ঠানকে ।।








                       
                                                   photo-debasis
                                                   graphics-anjan

Sunday, January 20, 2019

2019—Tour Calendar

২০১৯-ভ্রমণ সূচী

৬দিন পুরী-চিল্কা,নন্দনকানন,কোণার্ক                      
প্যাকেজ মূল্য Rs 6975/ + T.fare Rs800/
যাত্রা»20/2,10/3,28/4,28/7,11/8,21/8,15/9,1/10,19/11,21/11,7/12,9/1,19/2,6/3
৬দিন ভাইজাক-আরাকু,বোরোকেভ,ঋষিকোন্ডা
প্যাকেজ মূল্য Rs6975/ +T.fare Rs1000/
যাত্রা»23/2,16/3,30/3,19/4,28/7,4/10,10/10,16/10
৬দিনকাশীবারাণসী,চুনার,বিন্ধাচল,প্রয়াগ,
          এলাহাবাদ
প্যাকেজমূল্য Rs8575/ +T.fare Rs1000/
যাত্রা»9/3,24/4,28/7,11/8,2/10,9/11
৬দিন দার্জিলিং-মিরিক, টাইগার হিল
প্যাকেজমূল্য Rs8575/ +T.fare Rs900/
যাত্রা»9/3,10/3,27/4,17/5,25/5,4/6,5/10,
11/11
৭দিনলাভা,লোলেগাঁও,রিসপ,কালিম্পং
প্যাকেজমূল্য Rs9575/ +T.fare Rs800/
যাত্রা»23/2,9/3,6/4,27/4,19/9,7/10,9/11,2/12
৭দিনডুয়ার্স-গরুমারা,সামসিং,বিন্দু,ঝালং,লাটা
          গুড়ি,মূর্তি,জলদাপাড়া,কুচবিহার
প্যাকেজমূল্য Rs9575/ + T.fare Rs900/
যাত্রা»28/2,17/3,4/4,19/4,13/5
৭দিনসিল্করুট-সিলারীগাঁও,জুলুক,নাথাং,কুপুক,
          আরিতার,ছাঙ্গু,গ্যাংটক(ইয়ুমথাং,গুরুদোং
          মার সহ ৩দিন অতিরিক্ত Rs5500/)
প্যাকেজমূল্য Rs9575/+T.fare Rs900/
যাত্রা»17/3,10/4,29/4,18/5,18/9,7/10
৭দিনআগ্রা,দিল্লী,মথুরা,বৃন্দাবন,ফতেপুর সিক্রি
প্যাকেজমূল্য Rs9575/+T.fare Rs1500/
যাত্রা»18/2,17/3,19/4,20/5,16/8,9/9,5/10,
9/10,16/10,20/10,18/11
৭দিনআগ্রা,ভরতপুর,গোয়ালিয়র,শিবপুরি,
          ওরছা,ঝাঁসী
প্যাকেজমূল্য Rs12975/+T.fare2000/
যাত্রা»8/2,17/3,19/4,9/9,3/10,28/10,18/11
22/12      
৮দিনদার্জিলিং-গ্যাংটক,ছাঙ্গুলেক,বাবামন্দির
          রুমটেক
প্যাকেজমূল্য Rs14575/+T.fare Rs900/
যাত্রা»23/2,16/3,30/3,21/4,18/5,25/5,2/6,9/9,1/10,14/10
৮দিনসিকিম-গ্যাংটক,পেলিং,রাবাংলা,ছাঙ্গুলেক
          বাবামন্দির,রুমটেক(ইয়ুমথাং সহ ২ দিন
          অতিরিক্ত Rs3500/)
প্যাকেজমূল্য Rs14575/+T.fare Rs900/
যাত্রা»22/2,16/3,18/5,25/5,2/6,9/91/10,
14/10,21/11
৮দিনহরিদ্বার,মুসৌরি,দেহরাদুন,ঋষিকেশ,লছ
          মনঝুলা
প্যাকেজমূলল্য Rs9575/+T.fare Rs1000/
যাত্রা»21/2,20/3,22/5,18/8,12/9,5/10,8/10,
18/10,19/11,8/12
৮দিনকামাক্ষা,শিলং,চেরাপুঞ্জি,মওলিংলং,
          কাজিরাঙ্গা
প্যাকেজমূল্য Rs13575/+T.fare Rs1000
যাত্রা»16/2,9/3,20/4,18/5,12/8,9/9,4/10,8/10
11/10,20/10,26/10,22/11,18/12
৮দিনভূটান-ফুন্টসেলিং,পারো,থিম্পু,জয়গাঁও
          পুনাখা,চেলেলা(ইয়ুমথাং,হা ভ্যালি সহ ৪
          দিন বেশী)
প্যাকেজমূল্য Rs17575/+T.fare Rs900/
যাত্রা»10/3,28/4,27/10,23/11
৮দিনগোয়া,নর্থ এবং সাউথ গোয়া,পানাজি,
         পালোলেম,কালাংগুটে,(AC গাড়ী)
প্যাকেজমূল্য Rs10575/+T.fare2000
যাত্রা»11/2,16/3,22/3,12/8,16/9,4/10,6/10,
12/10,15/10
৯দিনভাইজাক-হায়দ্রাবাদ,রামোজি,চারমিনার,
          গোলকোন্ডা,ভাইজাক,আরাকু,বোরোকেভ
প্যাকেজমূল্য Rs13575/+T.fare Rs1500/
যাত্রা»23/2,16/3,30/3,19/4,28/7,4/10,10/10,16/10,27/10,19/11,19/12,26/12
৯দিননেপাল,কাঠমান্ডু,বীরগঞ্জ,পোখরা,মনকাম
          না,চিতওয়ান,ভক্তপুর,পশুপতিনাথ
প্যাকেজমূল্য Rs15575/+T.fare Rs1000/
যাত্রা»17/2,9/3,24/3,16/4,25/5,8/6,9/9,2/10,27/10,12/11,2/12,15/12
১০দিনমহীশুর-ব্যাঙ্গালোর,উটি,শিবসমুদ্রম
প্যাকেজমূল্য Rs13575/+T.fare Rs2000/
যাত্রা»18/2,19/3,6/4,6/8,9/9,13/10,15/10,20/10,28/10,19/11,8/12,22/12
১০দিনমুম্বাই-গোয়া,নর্থ গোয়া,সাউথ গোয়া,
            পানাজি,এলিফেন্টা,কালাংগুটে
প্যাকেজমূল্য Rs13575/+T.fare Rs2000/
যাত্রা»11/2,18/2,16/3,19/8,16/9,4/10,6/10,13/10,15/10,20/10,27/10,19/11,19/12,26/12
১০দিনডালহৌসি,খাজিয়ার,ধরমশালা,জ্বালামু
            খী,চাম্বা,অমৃতসর,ওয়াঘা বর্ডার,(বৈষ্ণো
             দেবী ২দিন অতিরিক্ত Rs3000/)
প্যাকেজমূল্য Rs14575/+T.fare Rs1500/
যাত্রা»8/2,10/3,24/3,10/4,19/5,27/5,4/10,
8/10,13/10,15/10,18/10,20/10,27/10,19/11
১০দিননৈনিতাল,আলমোড়া,রাণীক্ষেত,বাগেশ্বর
            বৈজনাথ,কৌসানী,লক্ষ্ণৌ
প্যাকেজমূল্য Rs14575/+T.fare Rs1500/
যাত্রা»8/2,10/3,24/3,10/4,19/5,27/5,4/10,
8/10,13/10,15/10,18/10,20/10,27/10,19/11
১০দিনঅরুণাচল,বমডিলা,দিরাং,তাওয়াং,তেজ
            পুর,ভালুকপং,কাজিরাঙা,কামাক্ষা
প্যাকেজমূল্য Rs18575/+T.fare Rs1000/
যাত্রা»30/3,20/4,25/5,2/6,9/9,1/10,27/10,19/11
১১দিনদক্ষিনভারত,তিরূপতি,কন্যাকুমারী,মাদু
            রাই,রামেশ্বরম,পন্ডিচেরি,কোদাইকানাল
প্যাকেজমূল্য Rs14575/+T.fare Rs2000/
যাত্রা»10/2,28/2,19/3,22/3,6/8,9/9,1/10,
13/10,16/10,20/10,28/10,19/11,8/12,22/12
 ১১দিনউত্তরভারত,আগ্রা,মথুরা,বৃন্দাবন,দিল্লী
              হরিদ্বার,ঋষিকেষ,দেরাদুন,মুসৌরি
প্যাকেজমূল্য Rs14575/+ T.fare Ts1500/
যাত্রা»18/2,17/3,19/4,16/5,16/8,9/913/10,
16/10,20/10,28/10,18/11,20/12
১১দিনকিন্নর,সিমলা,কল্পা,সাংলা,সারহান,ছিট
            ছিটকুল,(মানালী সহ ১৩দিন অতিরিক্ত
            Rs 4000/)
প্যাকেজমূল্য Rs14575/+T.fare Rs1500/
যাত্রা»16/3,22/3,7/4,28/4,18/5,27/5,2/6,4/10
11/10,13/10,15/10,20/10,26/10,16/11
১১দিনসিমলা,কুলু,মানালী,রোটাংপাস,মনি
            করণ
প্যাকেজমূল্য Rs14575/+T.fare Rs1500/
যাত্রা»16/3,22/3,7/4,28/4,18/5,27/5,2/6,4/10
11/10,13/10,15/10,20/10,26/10,16/11
.১১দিনজব্বলপুর,বান্ধবগড়,খাজুরাহো,পাঁচ
             মাড়ী,অমরকন্টক,সাতনা
প্যাকেজমূল্য Rs14575/+ T.fare Rs2000/
যাত্রা»19/2,10/3,8/9,3/10,14/10,19/10,26/10
10/12,22/12,26/12
১২দিনকাশ্মীর,বৈষ্ণোদেবী,,শ্রীনগর,পাত্নিটপ,
            গুলমার্গ,সোনমার্গ,পঁহেলগাও,(অমৃতসর
             সহ ১৪দিন অতিরিক্ত Rs3000/)
যাত্রা»18/3,22/3,4/4,16/4,19/5,27/5,2/6,9/9,
13/10,16/10,20/10
১৩দিননৈনিতাল,আলমোড়া,রাণীক্ষেত,কৌসানী
            পাতালভূবনেশ্বর,চকৌরি,মুন্সিয়ারী,বিন
            সর,লক্ষ্ণৌ
প্যাকেজমূল্য Rs18575/+T.fare Rs1500
যাত্রা»10/3,22/3,10/4,19/5,26/5,2/6,23/9,
26/9,1/10,13/10,20/10,28/10,19/11
১৩দিনকেরালা-ব্যাকওয়াটার,কন্যাকুমারী,পেরি
            য়ার,আলেপ্পি,মুন্নার,কোচিন,ভারকালা,
            ত্রিবান্দ্রম,কোভালাম(AC গাড়ী)
প্যাকেজমূল্য Rs18575/+ T.fare Rs2500/
যাত্রা»17/2,19/3,19/4,12/5,8/9,4/10,10/10,
13/10,17/10,20/10,27/10,19/11,8/12,22/12,29/12
১৩দিনরাজস্থান-জয়পুর,যোধপুর,মাউন্টআবু
            জয়সলমের,সাম মরুভুমি,উদয়পুর,
            চিতোর,আজমের,পুস্কর,বিকানীর(AC
            গাড়ী)
প্যাকেজমুল্য Rs18575/+T.fare Rs2500/
যাত্রা»18/2,16/3,19/4,8/9,4/10,10/10,13/10
17/10,20/10,27/10,16/11,8/12,23/12,26/12
১৩দিনমুম্বাই-গোয়া,এলিফেন্টা,সিরডি-সাঁই,
            অজন্তা-ইলোরা,ঔরঙ্গাবাদ(AC গাড়ী)
প্যাকেজমূল্য Rs17975/+ T.fare Rs2500/
যাত্রা»11/2,18/2,16/3,19/816/9,4/10,8/10,13/10,15/10,20/10,26/10,18/11,16/12,27/12
১৩দিনগুজরাট,কচ্ছের রান,দ্বারকা,সোমনাথ,
            প্রভাস,জামনগর,গির,দিউ,আমেদাবাদ,
            পোরবন্দর(AC গাড়ী)
প্যাকেজমূল্য Rs18575/+T.fare Rs2500/
যাত্রা»19/2,18/316/4,18/8,16/9,4/10,8/10,
11/10,13/10,19/10,26/10,19/11,8/12,17/12,
22/12,27/12
১৪দিনদক্ষিন ভারত,তিরূপতি,কন্যাকুমারী,মাদু
            রাই,রামেশ্বরম,কোদাইকানাল,পন্ডিচেরি,
            মাদ্রাস,মাইসোর,মহাবলিপুরম(ACগাড়ী)
প্যাকেজমূল্য Rs18575/+T.fare2500/
যাত্রা»18/2,19/3,8/9,4/10,8/10,11/10,15/10,
20/10,27/10,16/11,8/12,19/12,22/12
১৫দিনমধ্যপ্রদেশ,উজ্জয়িনী,ওংকালেশ্বর,ইন্দো
            র,মহাকালেশ্বর,অমরকন্টক,বান্ধবগড়,
            পাঁচমারী,জব্বলপুর,খাজুরাহো,ভূপাল,
             সাচী,ভীমভেটকা
প্যাকেজমূল্য Rs19575/+ T.fare Rs2500/
যাত্রা»19/2,10/3,8/9,4/10,8/10,11/10,15/10
20/10,27/10,15/12,21/12,25/12
১৫দিনলাহুল-স্ফীতী-মানালী,কেলং,কাজা,
           নাকো,টাবো,পিও,কল্পা,রামপুর,সিমলা
প্যাকেজমূল্য Rs19575/+T.fare Rs2000/
যাত্রা»31/5,7/6,22/6,7/7,13/7,19/7,16/8,30/8









Thursday, August 30, 2018

Mehrangarh Fort



       পূর্বতন মারোয়াড় বা মেও্য়ার এর দখল নিলেন ‘ রাঠোর’ গোষ্ঠীর প্রধান রাও যোধা । রাজধানী তখন ম্যান্ডর । ১ বছর ম্যান্ডর প্যালেসে কাটানোর পর রাও যোধা দেখলেন বর্ষ পুরানো এই প্যালেস ঠিকঠাক নিরাপদ নয়। ঠিক করলেন নতুন রাজধানী করবেন । ম্যান্ডর থেকে ৯ কিমি দুরে  ‘ভাকুরচিড়িয়া’ নামে একটি পাহাড়ের উপর জায়গা ঠিক হ’ল। ১৪৫৯ সালে পত্তন হ’ল আজকের যোধপুর ।
     নতুন প্রাসাদের শুভকামনায় সেই সময়ের রীতি অনুযায়ী, রাজারাম মেগওয়াল নামে মেগওয়াল সম্প্রদায়ের একজন মানুষকে জীবন্ত সমাধি দেওয়া হয়। রাজারাম স্বেচ্ছায় এগিয়ে আসেন এবং বিনিময়ে তার পরিবারের দায়িত্ব তার মৃত্যুর পর রাঠোর পরিবার গ্রহণ করে।
     ‘মিহির গড়’, মিহির মানে সূর্য্য, রাজস্থানী ভাষায় উচ্চারন ,‘মেহরন’ তাই মেহরন গড়। রাঠোর বংশের প্রধান উপাস্য সূর্যদেব,সেখান থেকেই এই নামের উৎপত্তি ।
     ১৪৫৯-৬০ সালে রাও যোধা এই দুর্গের ভিত্তি স্থাপন করলেও এর বেশীর ভাগ নির্মাণ,যা আজ বিদ্যমান, হয়েছিল রাজা যশবন্ত সিং এর আমলে ১৬৩৮-১৬৭৮ সালের মধ্যে।
     পাহাড়ের উপর এই দুর্গে পৌঁছনোর ঘুরপথে মোট ৭টি গেট পার হতে হয়। এর মধ্যে বিশেষ ৪টি গেট হ’ল-
  • জয় পোল
  • ফতেহ্ পোল
  • দেড় কাংড়া পোল
  • লোহা পোল
দুর্গের ভেতরে রয়েছে মোতি মহল, ফুল মহল, শীস্ মহল, সীলেহ্ খানা, দৌলত খানা ।এবং বিশেষ আকর্ষণ একদম উপরে অর্থাৎ ছাদে সংরক্ষিত কামান ‘কিলকিলা’ ।
     রাজস্থানের অন্যান্য দুর্গ গুলি নানা কারনে পরিত্যক্ত হলেও, এই দুর্গটি কিন্তু আজও রাঠোর পরিবারের হাতেই আছে । ভারতবর্ষের বৃহত্তম দুর্গগুলির মধ্যে ‘মেহরন গড়’ একটি । শুধু বড়ই নয় সুন্দরতমও বটে । দুর্গের উপর থেকে নীল যোধপুর শহরের দৃশ্য অসাধারন ।।

Friday, August 24, 2018

Ajmer dargah




     ভারতবর্ষের পবিত্রতম দরগা হ’ল আজমের দরগা । সুফি ফকির খাজা মৈনুদ্দিন চিস্তির সমাধি স্থল ।
      ১১৯২ সালে সুলতান ইলতুতমিসের আমলে ভারতে আসেন এই পার্শী ফকির এবং আজমেরে থাকতে শুরু করেন । প্রচলিত আছে ,তাঁর কিছু অলৌকিক ক্ষমতা ছিল । তাঁর ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কারনে সব ধর্মের মানুষ এখানে আসতে পারেন । ১২৩৬ সালে তাঁর মৃত্যু হয় ।
       মুঘল সম্রাট হুমায়ুন তাঁর সমাধি স্থলে স্মৃতি সৌধ তৈরী করেন । এখানে তিনটি দরজা বা তোরন আছে । বাইরের দিকে বুলন্দ দরওয়াজা,নির্মান করেন সুলতান মাহমুদ খিলজি । এরপর শাহ্জাহান-ই  গেট,,নামই বলে দিচ্ছে কে করিয়েছিলেন । এবং শেষে নিজাম গেট,রূপোর কাজ করা, তৈরী করান হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলি খান ।।
pic: wikipedea
      বিস্তারিত ভ্রমন সূচী পেতে এখানে ক্লিক করু

Sunday, August 19, 2018

brahma-temple,puskar

     প্রাচীন পদ্মপুরাণে আছে ,একবার পরমপিতা ব্রক্ষ্মা ঠিক করলেন মহাযজ্ঞ করবেন । সই মত তিনি উপযুক্ত জায়গা খুঁজছেন । এই সময় একদিন তাঁর হাতে যে পদ্ম থাকে, আচমকা পড়ে যায় । যেখানে পড়ে সেখানে মাটি ফুঁড়ে জল বেরিয়ে আসে এবং জলাশয় তৈরী হয় । এটাই পুস্কর । ‘পুস’ অর্থ পদ্ম ‘কর’ মানে হাত ।
         যাইহোক ব্রক্ষ্মা ঠিক করলেন এখানেই তিনি যজ্ঞ করবেন । সেই মত মর্তে এলেন । কিন্তু কোন কারণ বশতঃ তাঁর পত্নী সরস্বতী আসতে পারলেন না। ব্রক্ষ্মা তখন স্থানীয় গায়ত্রী কে বিয়ে করে যজ্ঞ সম্পন্ন করলেন । যথারীতি সরস্বতী ক্রুদ্ধ হলেন এবং পরিণাম অভিশাপ...ব্রক্ষ্মা এখানেই চিরকাল আবদ্ধ থাকবেন ।।
         এ’কারণে এখানেই একমাত্র ব্রক্ষ্মা মন্দিরের কথা প্রচলিত । যদিও এটা সত্য নয়,আরো কয়েকটি আছে । তবে এটা সত্যি প্রথম কয়েকটি তীর্থের মধ্যে এটি একটি । ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস্ এই মন্দিরকে প্রথম পাঁচটি তীর্থস্থানের মধ্যে রেটিং দিয়েছে ।
         ইতিহাস বিজ্ঞান অনুযায়ী এই মন্দির ১৪শ শতকে নির্মিত হয় । পরে ইসলামিক আক্রমনে ধ্বংস হয় এবং পুণর্নির্মাণ করা হয়।
       কার্তিক পূর্ণিমাতে এখানে বিশাল মেলা বসে । একটা হিসাব বলছে প্রায় দে’ড় লাখ মানুষ এখানে আসে ।।।

pic:Wikipedia

বিস্তারিত ভ্রমণসূচী পেতে এখানে ক্লিক করুন