Friday, August 24, 2018

Ajmer dargah




     ভারতবর্ষের পবিত্রতম দরগা হ’ল আজমের দরগা । সুফি ফকির খাজা মৈনুদ্দিন চিস্তির সমাধি স্থল ।
      ১১৯২ সালে সুলতান ইলতুতমিসের আমলে ভারতে আসেন এই পার্শী ফকির এবং আজমেরে থাকতে শুরু করেন । প্রচলিত আছে ,তাঁর কিছু অলৌকিক ক্ষমতা ছিল । তাঁর ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কারনে সব ধর্মের মানুষ এখানে আসতে পারেন । ১২৩৬ সালে তাঁর মৃত্যু হয় ।
       মুঘল সম্রাট হুমায়ুন তাঁর সমাধি স্থলে স্মৃতি সৌধ তৈরী করেন । এখানে তিনটি দরজা বা তোরন আছে । বাইরের দিকে বুলন্দ দরওয়াজা,নির্মান করেন সুলতান মাহমুদ খিলজি । এরপর শাহ্জাহান-ই  গেট,,নামই বলে দিচ্ছে কে করিয়েছিলেন । এবং শেষে নিজাম গেট,রূপোর কাজ করা, তৈরী করান হায়দ্রাবাদের নিজাম মীর ওসমান আলি খান ।।
pic: wikipedea
      বিস্তারিত ভ্রমন সূচী পেতে এখানে ক্লিক করু

No comments:

Post a Comment