Sunday, August 19, 2018

brahma-temple,puskar

     প্রাচীন পদ্মপুরাণে আছে ,একবার পরমপিতা ব্রক্ষ্মা ঠিক করলেন মহাযজ্ঞ করবেন । সই মত তিনি উপযুক্ত জায়গা খুঁজছেন । এই সময় একদিন তাঁর হাতে যে পদ্ম থাকে, আচমকা পড়ে যায় । যেখানে পড়ে সেখানে মাটি ফুঁড়ে জল বেরিয়ে আসে এবং জলাশয় তৈরী হয় । এটাই পুস্কর । ‘পুস’ অর্থ পদ্ম ‘কর’ মানে হাত ।
         যাইহোক ব্রক্ষ্মা ঠিক করলেন এখানেই তিনি যজ্ঞ করবেন । সেই মত মর্তে এলেন । কিন্তু কোন কারণ বশতঃ তাঁর পত্নী সরস্বতী আসতে পারলেন না। ব্রক্ষ্মা তখন স্থানীয় গায়ত্রী কে বিয়ে করে যজ্ঞ সম্পন্ন করলেন । যথারীতি সরস্বতী ক্রুদ্ধ হলেন এবং পরিণাম অভিশাপ...ব্রক্ষ্মা এখানেই চিরকাল আবদ্ধ থাকবেন ।।
         এ’কারণে এখানেই একমাত্র ব্রক্ষ্মা মন্দিরের কথা প্রচলিত । যদিও এটা সত্য নয়,আরো কয়েকটি আছে । তবে এটা সত্যি প্রথম কয়েকটি তীর্থের মধ্যে এটি একটি । ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস্ এই মন্দিরকে প্রথম পাঁচটি তীর্থস্থানের মধ্যে রেটিং দিয়েছে ।
         ইতিহাস বিজ্ঞান অনুযায়ী এই মন্দির ১৪শ শতকে নির্মিত হয় । পরে ইসলামিক আক্রমনে ধ্বংস হয় এবং পুণর্নির্মাণ করা হয়।
       কার্তিক পূর্ণিমাতে এখানে বিশাল মেলা বসে । একটা হিসাব বলছে প্রায় দে’ড় লাখ মানুষ এখানে আসে ।।।

pic:Wikipedia

বিস্তারিত ভ্রমণসূচী পেতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment