Thursday, August 16, 2018

Howa mahal Jaipur

হাওয়া মহল জয়পুর:

     হাওয়া মহলের নাম কে না শুনেছে । সিটি প্যালেসের এক প্রান্ত বরাবর এই মহল ১৭৯৯ সালে রাজা সোয়াই প্রতাপ সিং তৈরী করেন । এর বৈশিষ্ট হ’ল বাইরের দিক থেকে শ্রীকৃষ্ণের মুকুটের ম’ত এর দৃষ্টিনন্দন গঠনশৈলী ।
     মৌচাকের অসংখ্য কুঠুরির ম’ত ৯৫৩ টি জানলা বা “ঝারোখা” এর সারা শরীর জুড়ে সাজানো । এই জানলা দিয়ে রাজপরিবারের মহিলারা বাইরের দৃশ্য দেখতেন । এর কারণ আর কিছু নয়, ইসলামিক আক্রমনের পরিণামে বহুবিবাহ এবং পর্দা প্রথার প্রচলন ।
        এছাড়া আরেকটি বৈশিষ্ট হ’ল উচ্চতা এবং এর গঠন প্রণালীর দরুণ এই মহলে ঠান্ডা হাওয়া চলাচল । তাই তো এর নাম হাওয়া ম….।।

বিস্তারিত ভ্রমনসূচী পেতে এখানে ক্লিক করুন

No comments:

Post a Comment